মিঠন বড়ুয়া, মার্গেরিটা : মাধ্যমিক পরীক্ষায় মার্গেরিটার গান্ধী বিদ্যমন্দির এবং সেন্ট জেমস বিদ্যালয় ছাত্র-ছাত্রিরা একশ শতাংশ ফলাফল করে সুনাম অর্জন করেছে।
ছাত্রছাত্রীদের এই সাফল্যে দুটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা।
গান্ধী বিদ্যমন্দিরের ১৫ জন শিক্ষাৰ্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, এরমধ্যে দুই জন প্রথম বিভাগ এবং ১৩জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে।
এদিকে সেন্ট জেমস বিদ্যালয়ের ৪০ জন শিক্ষাৰ্থী মাধ্যমিক পরীক্ষায় বলে সবাই পাশ করেছে।
এরমধ্যে ২৯ জন পাশ করেছে প্রথম বিভাগে এবং ১১ জন দ্বিতীয় বিভাগে।
সেন্ট জেমস বিদ্যালয়ের একজন শিক্ষাৰ্থী পেয়েছে ডেষ্টিংশন, ৮ জনে লেটার মার্কস।
এই বিদ্যালয়ের স্বত্বাধিকারী সুশিল কলিতা জানিয়েছেন, ভর্তির ক্ষেত্রে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী বিশেষ সহায়তা করা হয়। ভবিষ্যতেও সহায়তা এবং সহানুভূতি করে যাওয়া হবে।