হাইলাকান্দি প্রতিনিধি : লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপিতে যোগদান করলেন বরাকের বিতর্কিত ইসলামিক বক্তা মুফতী মাওলানা কাহির উদ্দিন মজুমদার।
শনিবার হাইলাকান্দি জেলা সদরের হাসপাতাল চৌমাথায় বিজেপি সংখ্যালঘু মোর্চার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা।
জেলা প্রভারী বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ এবং সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদারের হাত ধরে কংগ্রেস-এআইইউডিএফ-এর শতাধিক সংখ্যালঘু ভোটার বিজেপিতে যোগদেন।
কিশোর নাথ ও আজাদুল বিতর্কিত ইসলামিক বক্তা মুফতী মাওলানা কাহির উদ্দিন মজুমদারের মথায় দলীয় টুপি ও গেরুয়া বসন পরিয়ে দলে স্বাগত জানান।
বিজেপিতে যোগদানের পর কাহির সংবাদ মাধ্যমকে জানান, বর্তমান প্রেক্ষাপটে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংখ্যালঘুরা বিজেপিকে সমর্থন করা উচিত।
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করলে ইসলামের দৃষ্টিতে কোন অপরাধ বা নিষিদ্ধ নয়।
কেননা কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের দেওয়া রেশন কার্ডের চাউল, অরুণোদয়, বৃদ্ধ ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সুবিধাও সংখ্যালঘুরা উপভোগ করছেন।
এসব সুবিধা উপভোগ করা অবৈধ না হলে বিজেপিকে সমর্থন করা অবৈধ হবে কেন?
তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি কোন ইসলামিক পণ্ডিত তাঁর সঙ্গে ডিবাইটে বসেন তাতেও তিনি প্রস্তুত রয়েছেন।
এদিকে আমজাদুল বলেন, বিজেপি প্রতিদিন যেভাবে সংখ্যালঘুরা বিজেপিতে যোগদান করেছেন এতে করিমগঞ্জ লোকসভা আসনের দলীয় প্রার্থী কৃপানাথ মালার জয় নিশ্চিত। দুই থেকে আড়াই লাখ ভোটের ব্যবধানে কৃপা নাথ মালা জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমজাদুল।