আব্দুর রহমান, বিনোদিনী বাজার : কৃপানাথ মালার পক্ষে দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোনা জিপির বিনোদিনী বাজারে এসে ভোট চাইলেন সহযোগী দল অগপর নেতৃত্ব।
সোমবার রাতে বিনোদিনী বাজারের এক ব্যবসায়ীর বাড়ীর সামনে হয় অসম গণ পরিষদ দলের নির্বাচনি জনসভা।
এতে উপস্থিত ছিলেন অগপ দলের রাজ্যিক সভাপতি তথা মন্ত্ৰী অতুল বরা সহ মন্ত্ৰী কেশব মহন্ত ও দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান।
বরা সবাইকে মিত্রজোট বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিনের সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।
মন্ত্ৰী বরা বলেন, সংখ্যালঘুরা বার বার কংগ্রেসকে ক্ষমতায় রাখার চেষ্টা করলেও বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন সংখ্যালঘুরা।
কিন্তু এনডিএ জোট সরকার সব ধর্মের মানুষের উন্নয়নে সমহারে কাজ করে যাচ্ছে, ফলে বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে মজবুত সমম্বয়ের সৃষ্টি হয়েছে।
দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্বশৰ্মার পাশে দাঁড়ানো উচিত।
কংগ্ৰেস ও এআইইউডিএফকে কটাক্ষ করে মন্ত্রী বরা বলেন, ওরা ঝাড়ফুঁক করার মত ব্যক্তি, তাদের হাতে দেশের উন্নয়ন সম্ভব নয়।
তৎকালিন সরকার যে পাপ করেছে এসব গঙ্গায় স্নান করেও মুক্ত হবার নয়।
মানুষ সব জেনে গেছে, আগামি ছাব্বিশ তারিখের ভোটে তার প্রমান পাওয়া যাবে।
এছাড়াও রাজ্যর দুই মন্ত্রী আক্ষেপ করে বলেন, ২০২১ সালের নির্বাচনে আজিজ আহমেদ খানকে জেতালে আজ করিমগঞ্জবাসী একজন মন্ত্রী পেত।
এবারের নির্বাচনে সেই ভুল না করে কৃপানাথ মালাহকে অধিক ভোটে নির্বাচিত করার আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমস্টি কমিটির সভাপতি রিজু আহমেদ তালুকদার, সম্পাদক আব্দুল মুনিম, কেন্দ্রীয় সদস্য আবু তালহা চৌধুরী, আইনজীবী দাইয়ান হোসেন প্রমুখ।