শিলচরে বন্যা প্রতিরোধ! আরবান কেয়ারের উদ্যোগে দিল্লীর এক্সপার্টদের পর্যালোচনা

Spread the love

শিলচর, ১৯ নভেম্বর : শনিবার অরাজনৈতিক নাগরিক ফোরাম আরবান কেয়ারের উদ্যোগে শিলচর বঙ্গ ভবনে আয়োজিত এক আলোচনা সভায় শিলচরে বন্যা প্রতিরোধ সুরক্ষা ও প্রশমন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজের উপস্থিতিতে শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায় প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভার শুভারম্ভ করেন।

 এদিনের সভায় শুধু শিলচর নয় গোটা রাজ্যে বন্যা প্রতিরোধ, সুরক্ষা ও প্রশমন নিয়ে সুদূর দিল্লী থেকে আগত বিভিন্ন  এক্সপার্টরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

 সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায় জানান, কিছু পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার আগে তা বদলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শহরের পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং শহরের যেসব জায়গা দিয়ে পূর্বে জল বেরিয়ে যেত সেসব জায়গায় বড় বড় ভবন গড়ে তোলা হচ্ছে।

তিনি শহরের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, আরবান কেয়ারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা খুবই তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক।

সভা থেকে বিভিন্ন এক্সপার্টদের উঠে আসা মতামত ও পরামর্শকে রিপোর্ট হিসেবে তৈরি করে আগামীতে ভারত সরকারের হাতে তুলে দেওয়া হবে।

প্রয়োজনে বরাক নদীতে ড্রেজিং করার পাশাপাশি আগামী দিনে ডাম নির্মাণ করে জমা জলকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়েও প্রচেষ্টা চালাবেন বলেও এদিন জানান তিনি।

এছাড়াও ফুটপাত মুক্ত করার সাথে সাথে নালা নিষ্কাশনের ব্যবস্থা অতিসত্বর গ্রহণ করা হবে। শিলচর সহ গোটা রাজ্যকে বন্যার প্রকোপ থেকে বাঁচাতে একটি এক্সপার্ট প্লেনিং-এর দরকার রয়েছে।

পরিবেশের সাথে নিজেকে জড়িয়ে রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্যতা নষ্ট না করে কিভাবে পরিবেশকে কাজে লাগানো যায় তা নিয়েও এদিন জনগণকে সচেতন করেন সাংসদ।

বন্যা থেকে যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা দেশ সহ গোটা রাজ্যের অর্থনীতিকে সংকটের মুখে ঠেলে দেয় বলেও এদিন মত প্রকাশ করেছেন তিনি।

এবছর উপত্যকার জনগণ দুবার ভয়াবহ বন্যার কবলে পড়ে সর্বহারা হয়েছে বলেও এদিন জানান তিনি।

সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রয়াসে শহর শিলচর সহ গোটা রাজ্য বন্যার ভয়াবহতা থেকে রক্ষা পাবে ও শিলচরের পরিকাঠামো আরও উন্নত হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন সাংসদ। আলোচনা সভায় ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী মৃণময়ানন্দজী মহারাজ, অসীম সেন, ডঃ রঞ্জিত গুপ্ত, প্রণয় চৌধুরী ও সুরজিৎ গুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token