ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ, মার্গেরিটা : লালপাহাড়, টিপং টাউনশিপ এবং টিরাপ গেটের রাস্তায় উঠছে অবৈধ কয়লা দূষণের ধুলো ঝড়।
মার্ঘেরিটা লালপাহাড়, পাহাড়পুর, ফায়ারিং রেঞ্জ, বোমগারা, লিডু, বারগোলাই, নামডাং-এ উড়ছে অবৈধ কয়লা দূষণের ধুলো ঝড়।
এই অঞ্চলের মানুষ এই অবৈধ কয়লা দূষণের ধুলোর ঝড়ে অতিষ্ঠ হয়ে এই এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে পড়েছেন।
স্থানিয়দের অভিযোগ, তথাকথিত গাঁও উন্নয়ন পরিষদের নামে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করা হলেও এই অবৈধ উপার্জনের কোন টাকাই উন্নয়নের জন্য ব্যয় করা হয়নি।
এছাড়া ছাত্রছাত্রী সহ স্থানীয়রা এই অবৈধ কয়লা দূষণের ধুলোর ঝড়ে অসুস্থ হয়ে পড়লেও নীরব লেখাপানী আঞ্চলিক বন বিভাগ। প্রশ্ন উঠছে কার ভয়ে নীরব ভুমিকায় বন বিভাগ, মার্গেরিটা মহাকুমা প্ৰশাসন, তিনিসুকিয়া জেলা প্ৰশাসন এবং পুলিশ প্রশাসন?