হাইলাকান্দি প্রতিনিধি, গণআওয়াজ : শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব সম্পন্ন হওয়ায় প্রশাসন এবং জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছে রাইজর দল। লোকসভার দ্বিতীয় পর্যায়ের ভোটপর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় করিমগঞ্জ লোকসভার জনসাধারণ এবং প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানালো হাইলাকান্দি রাইজর দল।
শনিবার হাইলাকান্দি শহরের রাইজর দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সবাইকে ধন্যবাদ জানান রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি কামরুল ইসলাম বড়ভূইয়া।
তিনি বলেন, এবারের লোকসভা নির্বাচনে হাইলাকান্দি এবং করিমগঞ্জের ভোটারদের মধ্যে এক বাড়তি আমেজ পরিলক্ষিত হয়েছে।
জনগণ নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করেছেন, এতে যতেষ্ট সহযোগিতা করেছে দুই জেলার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন।
দুই জেলার হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের ভোটাররা দেশের সংবিধান, গণতন্ত্র রক্ষার জন্য ইণ্ডিয়া জোটের সমর্থিত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে ভোট দিয়েছেন।
মানুষ বুঝতে পেরেছেন, বিজেপির হাতে দেশ নিরাপদ নয়, দেশের সংবিধান সংকটে তাই জাতি ধর্ম নির্বিশেষে সচেতন সকল ভোটার বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন।
তাই করিমগঞ্জ লোকসভায় কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা মাত্র বলে জানান কামরুল।
তিনি হাইলাকান্দি জেলার গ্ৰামাঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা যে ভাবে তাদের ভোট দিয়েছেন তা নজিরবিহীন বর্ণনা করে বলেন, এটা প্রমাণ করেছে মানুষ গণতন্ত্রের বিশ্বাসী, শান্তিতে বসবাস করতে চায়।
রাইজর দলের জহির উদ্দিন লস্করের গ্রেফতার প্রসঙ্গে বলেন, মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশ দিয়ে বিরোধীরা রাইজর দলের কন্ঠ রোধ করতে চেয়েছিল।
কিন্তু তাদের এই চক্রান্ত বিফল হয়েছে, সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। জহির জেলে বন্দী থাকলেও তাঁর কর্মী সমর্থকরা আরও বেশি করে কাজ করেছেন। মানুষ আবেগিক হয়ে ইণ্ডিয়া জোটের পক্ষে ভোটদান করেছেন।
হাইলাকান্দি জেলার ভৈরবী থেকে কাটাখাল পর্যন্ত রাইজর দল, কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআইএম সহ ইণ্ডিয়া জোটের সহযোগি দলের সদস্যরা হাফিজ রশিদের হয়ে কাজ করেছেন।
রাইজর দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরের মুক্তির দাবীতে নির্বাচনের আগে কোন ধরনের গণতান্ত্রিক আন্দোলন গড়ে না তুলার প্রসঙ্গে বলেন, পুলিশ অন্য ভূমিকা নিয়ে নির্বাচনে ক্ষতি করতে পারে তাই তারা বিরত ছিলেন।
এখন সুষ্ঠুভাবে ভোটপর্ব সম্পন্ন হয়েছে, বর্তমানে জহির উদ্দিন লস্কর বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
বিচার ব্যবস্থার উপর দলের আস্থা রয়েছে মহামান্য আদালত অবশ্যই জহিরের পক্ষে রায় প্রদান করবে।
কৃষক মুক্তির কেন্দ্রীয় সহসভাপতি ফরিদ উদ্দিন লস্কর বলেন, করিমগঞ্জ লোকসভায় হাফিজ রশিদ আহমদ টিকিট লাভের আগে থেকেই রাইজর দল তাঁর হয়ে কাজ শুরু করেছে।
তখন কংগ্রেসের অনেক কর্মী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরোধীতা করেছিলেন। পরবর্তীতে তিনি কংগ্রেস মনোনয়ন পেয়েছেন।
রাইজর দলের কর্মকর্তাদের আওয়াজ বিফল হয়নি এবং এআইইউডিএফ দলের বিগত দিনের পাপের ফল জনগণ তাদের ভোটের মাধ্যমে দিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাইজর দলের কর্মী ডালিম উদ্দিন লস্কর, জার্জিস আহমদ লস্কর, আব্দুল আজিজ লস্কর, হাসান আহমদ লস্কর, নাজিম উদ্দিন বড়ভূইয়া প্রমুখ।