মোস্তফা আহমদ মজুমদার : হাইলাকান্দিতে পিএম কিষাণ প্রকল্পের কেলেঙ্কারির বিরুদ্ধে ফের সরব হল যুব ছাত্র পরিষদ।
শুক্রবার যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর জানিয়েছেন, বিভাগীয় দেওয়া তথ্যে ৪৬০০ পিএম কিষাণ হিতাধিকারীর ১৫ কিস্তির টাকা দুর্নীতি হয়েছে।
যার পরিমাণ প্রায় তেরো কোটি, আশি লক্ষ টাকা। তিনি বলেন, পিএম কিষাণ প্রকল্পের কেলেঙ্কারিতে জড়িত রয়েছেন জেলার একাধিক সিএসসি।
তাদের বিরুদ্ধে বিভাগীয় তরফে মামলা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। কিন্তু কেন? কোন ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্ন তোলেন কবির।
কবির বলেন, পিএম কিষাণ কেলেঙ্কারির সঙ্গে জেলার একাধিক সিএসসি এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক সহ অন্যান্য কর্মকর্তারাও জড়িত।
তাই জির কুড়তে সাপ বেরিয়ে আসার ভয়ে সিএসসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন। জেলা কৃষি বিভাগের প্রকাশিত নোটিফিকেশন ভাওতাবাজি বলে আখ্যা দেন কবির উদ্দিন লস্কর ও হোসেন আহমদ মজুমদার।