মার্গেরিটায় বিদ্যালয়ের ভুমি জবর দখলের চেষ্টা বহিঃরাজ্যের ভু-মাফিয়ার! উত্তেজনা

Spread the love

মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : মার্গেরিটা বিধানসভার আগবন্ধার পাভাই অসমীয়া মধ্যবঙ্গ বিদ্যালয় ১৯৬৪ সালে স্থাপিত হয় এবং বিদ্যালয়টির জমির দলীল সহ মানচিত্রও রয়েছে।

কিন্তু বিহার থেকে এসে কয়লার চোরাচালান ব্যবসার সাথে জড়িত দারুগা রায় নামের এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ প্রকাশ্যে এসেছে।

অথচ কিছুদিন আগে স্থানীয় বিধায়ক ভাস্কর শৰ্মা এই বিদ্যালয়ের উন্নয়নে জেলা মিনারেল তহবিল থেকে বরাদ্ধ পনেরো লক্ষ টাকার পাকা দেয়ালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর পরই বিহারের ওই কয়লা ব্যবসায়ী বিদ্যালয়ের জমিকে নিজের ক্রয় করা দাবী করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উদ্যত হয়ে উঠেছেন।

বিহারের ওই কয়লা ব্যবসায়ীর দাপটে বিদ্যালয় কতৃপক্ষ বর্তমানে দেয়ালের নিৰ্মান কাজ বন্ধ রেখে স্থানীয় জনতা এবং দল সংগঠনকে নিয়ে জরুরী সভা আহবান করেছেন।

এক কথায় আসামের সরকারী ভুমির উপর আজও বহিঃরাজ্যের ভু-মাফিয়ারা জবর দখল অব্যাহত রেখেছে।

পাভাই অসমীয়া মধ্যবঙ্গ বিদ্যালয় কতৃপক্ষকেও এখন বিহারের দারুগা রায় ঘাটে ঘাটে জল খাবাচ্ছে।

স্থানীয় জনসাধারণ এবং দল সংগঠন ইতিমধ্যেই অনেকবার এই বিদ্যালয়ের ভুমি নিয়ে মার্গেরিটা চক্ৰ আধিকারিকের দ্বারস্থ হয়ে বিষয়টির নিষ্পত্তির দাবী জানিয়েছেন।

এদিকে বিহারের ওই ব্যক্তি জাতীয় সড়কের পাশের জমি নিজের মালিকানা দাবী করে আসছে।

এখন দেখার বিষয় প্রশাসন এবং সরকার কি ব্যবস্থা নেয়। তবে আজ স্থানীয় জনসাধারণ, সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সংস্থার সদস্যরা এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও উন্নয়ন সমিতির উপস্থিতে দেয়ালের কাজ পুনরায় শুরু হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token