সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৮ নভেম্বর : করিমগঞ্জ-দুল্লভছড়া রুটে চলাচলকারী ট্রেনের এরালীগুল রেল ষ্টেশনের যাত্রীদের সমস্যা নিয়ে বদপুরের বিভাগীয় এরিয়া ম্যানেজারকে স্মারক পত্র প্রদান করেন স্থানীয় জনগণ।
স্মারক পত্রে যাত্রীদেরকে বিপদের ঝুঁকি নিয়ে উঠা নামা করা নিরাপত্তা নিয়ে দীর্ঘ দিন থেকে দাবি জানিয়ে আসলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করা হয়েছে।
তাদের দাবী গুলির মধ্যে ছিল প্ল্যাটফর্মে বিদ্যুৎ পরিষেবা প্রদান, শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা করা। যে গুলি যাত্রীদের জন্য একান্ত প্রয়োজনীয়।
কিন্ত দীর্ঘ দিন থেকে এই গুলো পুরন করা হয়নি।
এসব পরিযেবা না থাকায় যাত্রীদেরকে প্রতিদিন নানান সমস্যার সন্মখিন হতে হচ্ছে।
বিশেষ করে প্ল্যাটফর্মটিতে বিদ্যুৎ পরিযেবা না থাকায় চালক কিংবা টিটিই রাতের অন্ধকারে যাত্রীদের উটা নামা দেখতে না পাওয়াতেই দূর্ঘটনার সম্ভবনাকে এড়িয়ে দেওয়া যায় না। তাই উক্ত ষ্টেশনের জলন্ত সমস্যা গুলি সমাধানের জন্য বিভাগীয় আধিকারিকদের নিকট স্মারকপত্রে অনুরোধ জানান। অবসর প্রাপ্ত এডিসি নিলমনি দাসও এব্যাপারে বিভাগীয় আধিকারিকের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলেও জানাগেছে।