স্বপন পাল, দার্জিলিং : বেঙ্গলে নির্বাচনী পরবর্তী তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব লেগেই আছে, ছোট ছোট জিনিস নিয়েও দ্বন্দ্ব লেগে যায় দুটি দলের কর্মীদের মধ্যে।
এবার শিলিগুড়ি ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জামুরিভিটা এলাকায় একটি পুকুর ভরাট করাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি কর্মীকদের মধ্যে হাতাহাতির ঘটনা সামনে আসে।
এই ঘটনাটি আজ দুপুরে ঘত্রছে।
জানা যায়, ওই এলাকার একটি পুকুর ভরাট করার চেষ্টা করছে গ্রাম পঞ্চায়েত এবং সেখানে রেস্তোরাঁ তৈরি করা হবে।
তাতে বাধা দেন এলাকাবাসী এবং বিজেপি কর্মীরা।
অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের পক্ষে বলা হয় পুকুর ভরাট করা হচ্ছে না, সৌন্দর্যায়ন করতে কাজ করা হচ্ছে।
এ নিয়েই দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা।
একসময় হাতাহাতিতে পৌঁছালে ঘটনাস্থলে পৌঁছান ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি, ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক আইএনটিটিইউসি-র সভাপতি সুকান্ত কর।
ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।