কাঞ্চনপুর, উত্তর ত্রিপুরা প্রতিনিধি : মাছমারার উত্তর ধনিছড়া গ্রামের ভাই-বোন রূপণ মালাকার ও শিলারানী মালাকার কাঞ্চনপুরের অহল্যাপুর গ্রামে জেঠুর বাড়িতে বেড়াতে গিয়েছিল।
সবকিছু ঠিকঠাক থাকলেও মঙ্গলবার রাতে হঠাৎ ভাই ও বোনের উপর অতর্কিত আক্রমণ করে জেঠাতো ভাই সহ পরিবারের অন্যান্যরা।
কিন্তু কেন? তাদের উপর এই আক্রমণ করা হয়েছে কিছু বুঝতে পারেনি রূপক।
পরে মার খেয়ে জেঠুর বাড়ি থেকে পালিয়ে কিছুটা দূরে গিয়ে মাকে ফোন করে সবকিছু জানিয়ে তাড়াতাড়ি কাঞ্চনপুর থেকে তাদের উদ্ধার করতে বলেন।
তখন রাত বাজে অনুমানিক ১টা। এত রাতে ছেলের এমন কথা শুনে তাড়াতাড়ি করে গাড়ির রিজার্ভ নিয়ে কাঞ্চনপুরে ছুটে যান মা পার্বতী মালাকার।
কাঞ্চনপুরে আসার পর কাঞ্চনপুর থানার পুলিশের সহায়তায় অহল্যাপুরে গিয়ে ছেলে ও মেয়েকে ওই এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে যান।
বর্তমানে মাছমারা হাসপাতালে তাদের চিকিৎসার চলছে।
সোমবার মা পার্বতী মালাকার কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ করে ন্যায় বিচারের দাবী জানান।