প্রীতম কুমার নাথ, ধলাই : ধলাইর বিএনএমপি স্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে প্রথম বিভাগে উত্তীর্ণদেরকে সংবর্ধনা দিল দক্ষিণ কাছাড়ের অগ্রনী স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা “মাতৃভূমি”।
প্রতিবছরের ন্যায় এবারও মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিয়েছে ধলাইর এই স্বেচ্ছাসেবী এই সংস্থা।
উল্লেখ্য সংস্থা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।
দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ছাত্রছাত্রীদেরকেও বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে মাতৃভূমি সামাজিক সংস্থা।
রবিবার ধলাইর দাসী মন্দির বিবাহ ভবনে বিএনএমপি স্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ ৯৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিয়েছে মাতৃভূমি।
প্রত্যেক ছাত্রছাত্রীকে উত্তরীয়, মমেন্টো ও গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এছাড়া প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধলাই শাখার পক্ষ থেকে তাদেরকে শংসাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতৃভূমির সভাপতি সিতাংশু দাস, বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শান্তি বেহেনজী, বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী সহ অন্যান্যরা।