স্বপন পাল, দার্জিলিং শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের ভেতরে ঢুকতে বাধা, রাস্তায় বসে শ্লোগানে দাবী তুলে ধরল বাম মহিলা ও যুব সংগঠন।
পানীয় জল সহ একাধিক দাবি নিয়ে পুরনিগমে স্মারকলিপি দিতে গিয়ে গেটের বাইরেই থাকতে হলো আন্দোলনকারীদের।
অবশেষে দাবি আদায় নিয়ে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হন আন্দোলনকারীরা।
যার ফলে সমস্যার সন্মুখিন হতে হল স্কুল পড়ুয়াদের।
মঙ্গলবার পুরনিগমের মেয়র পারিষদ কমল আগারওয়ালের পদত্যাগ, পানীয় জল এবং মাতৃসদনে চিকিৎসক নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে সরব হয় দার্জিলিং-এর জেলা বাম মহিলা ও যুব সংগঠন।
এদিন মিছিল করে পুরনিগমে প্রবেশ করতে গেলেই গেট আটকে তাদের, সম্মুখে দাঁড়িয়ে পড়ে পুলিশ বাহিনী।
এরপরে গেট খোলার দাবি জানালেও কেউই কর্ণপাত না করায় পথ অবরোধে সামিল হন আন্দোলনকারীরা।
এই অবরোধের ফলে সমস্যায় পড়তে হয় স্কুল বাসে থাকা খুদে পড়ুয়াদের। তবে তাদের কথা চিন্তা করে আন্দোলন থেকে বিরত হয় আন্দোলনকারীরা।
এদিন মহিলা সংগঠনের পক্ষে মধুমিতা দে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে এভাবে পুরনিগমের গেট বন্ধ করে কন্ঠ রোধ করার চেষ্টা করা হলে ভেঙে ভেতরে প্রবেশ করবে তারা।