ব্যুরো রিপোর্ট : আইপিএল জুয়ার প্রায় আতুর ঘরে পরিণত হয়ে উঠেছে গোটা জেলা।
এরমধ্যে কাছাড় পুলিশ একাধিক অভিযান চালিয়েও তেমন সাফল্য পাচ্ছেনা।
কিন্তু ফাইন্যাল খেলার দিন ঘনিয়ে আসার সাথে সাথে জুয়ার দিকেই ঝুকছেন উঠতি বয়সের যুবকরা।
বাড়ছে ভাও।
বেপরোয়া এই অবৈধ আইপিএল জুয়ার নেপথ্যের জুয়াড়িরা ধ্বংস করে দিচ্ছে যুবাদের।
বছর কয়েক আগে আইপিএল জুয়াড় এক বড়সড় চক্রকে পাকড়াও করতে সফল হয় পুলিশ।
শহরের ন্যাশনাল হাইওয়ে, কালীবাড়ি চর, রাঙ্গিরখাড়ি, রংপুর এলাকায় একাধিক গোপণ আসরে রাতের অন্ধকারে মোবাইল অ্যাপসের মাধ্যমে চালিয়ে যাওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকার এই আইপিএল জুয়া।
এদের মূল মাস্টার মাইণ্ডরা বর্হিজেলায় বসে নিয়ন্ত্রণ করছে গোটা জুয়াড়ি চক্রকে।
যুব প্রজন্মকে আইপিএল জুয়ার ফাঁদ থেকে উদ্ধার করতে পুলিশ প্রশাসনের সক্রিয়তা ও তৎপরতা আবশ্যক বলে মনে করছেন সমাজ সচেতকরা।