শিলাপাথর এবং লক্ষীপুর থেকে শম্ভু দাস ও অসীম রায়ের প্রতিবেদন, গণআওয়াজ : বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে শিলাপাথার বঙ্গ সাহিত্য সন্মেলনের উদ্যোগে আজ বিশ্ব কবি রবীন্দ্র ঠাকুরের ১৬৩ তম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
এদিন সকালে প্রথমে ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবি অংকন প্রতিযোগিতা।
এরপর বিশ্বকবির প্রতিচ্ছবিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন এবং সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্য শুরু হয় মূল অনুষ্ঠান।
ছাত্রছাত্রদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা আবৃতি এবং সংগীত প্ৰতিযোগিতাও করা হয়।
এদিকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষীপুর আঞ্চলিক কমিটিও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে।
বুধবার সকালে ফুলেরতলে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুস্পার্ঘ অর্পন করা হয়।
এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সংগঠনও সংগঠন অংশগ্রহণ করে।
এরমধ্যে রয়েছে ফুলেরতল সরগরম সংস্থা, বিবেকানন্দ আর্ট একাডেমী, লক্ষীপুর লায়ন্স ও লিও ক্লাব, চরৈবেতি ক্লাব, পূর্ব কাছাড় প্রেস ক্লাব, সমর্পন ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষীপুর পৌরসভার কমিশনার গুঞ্জন কর, সম্পা দাস, কল্যাণী দত্ত, রূপা ছেত্রী।
লক্ষীপুর এস সি বোডের চেয়ারম্যান দেবাশিস রায়, সমাজসেবী প্রণব আচার্য, শিক্ষিকা বাসনা দাস সহ অন্যান্যরা। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী আলোকপাত করেন শিল্পজিৎ পাল, সাত্যকি দাস ও বাসনা দাস ।