দার্জিলিং-এর রবীন্দ্র সৃতিবিজড়িত মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী

Spread the love

স্বপন পাল দার্জিলিং : বুধবার দারজিলিং-এর মাংপু-তেও পালন করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চারবার এই মংপুতে এসেছিলেন।

উদ্যানতত্ত্ব বিভাগের কর্মকর্তা ড০ মুসুদল ইসলাম, কিউনোলজিস্ট ইন-চার্জ অফিসার ইউডেন ওংমু ইয়ংজান, অতিরিক্ত ইন-চার্জ দেবোস্মিতা মুখার্জি, উদ্ভিদ রোগ বিশেষজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন।

এছাড়াও পুষ্প অর্পণ করেন শেরপা এবং সিঞ্চোনা গ্যাংম্যান, শ্রমিক এবং কর্মচারীদের উপস্থিতিতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে এবং দার্জিলিং জেলার পশ্চিমবঙ্গ সরকার ও রবীন্দ্র শ্রমিক কল্যাণ কেন্দ্র কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে দার্জিলিং জেলার অতিরিক্ত জেলাশাসক অনির্বার্ন চ্যাটার্জি, তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক খন্দোমা ভুটিয়া, অতিরিক্ত আধিকারিক জিনা রায় রবীন্দ্র শ্রম কল্যাণ কেন্দ্রের আধিকারিক সাদুমা ছেত্রী এবং স্থানীয় শিল্পী পদম বড়াইলি, বেনুবমজান সাগর রায়, আকবর রায় এবং কলকাতা ও  শিলিগুড়ির শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।

এদিকে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে কবি প্রণাম-এর মধ‍্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত করা হয়।

২৫শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করার হয় গোটা বিশ্বে।

শিলিগুড়ি পুরনিগম দিনটিকে শিলিগুড়ি বাসীর মধ্যে ছড়িয়ে দিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নৃত‍্য সংগীতের মধ্যে ভড়িয়ে তোলা হয়।

একাধিক অনুষ্ঠানেড় মধ্যে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পুরনিগমের মেয়র গৌতম দেব, পুর কমিশনার সহ চেয়ারম‍্যান, মেয়র পারিষদ বোড়ো চেয়ারম্যান ও পুর আধিকারিকরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ব কবিকে। এরপর রবিন্দ্র সংগীত পরিবেশন করা হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token