গণআওয়াজ বদরপুর : আসাম সরকারের ইমারজেন্সি সার্ভিস বিভাগ এসডিআরএফ-এর বদরপুর শাখার কাজে ভূয়োষী প্রসংশা করে কৃতজ্ঞতা জানানেল সমাজ কর্মী মুন্নী ছেত্রী এবং বিধূ ভূষন দত্ত।
ভয়াবহ শীলা, ঘূর্ণিঝড়ে গোটা বরাক উপত্যকার সঙ্গে করিমগঞ্জ জেলার ভাঙ্গা মাছলী জিপি এবং ভাঙ্গা নন্দপুর এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
রাতের অন্ধকারে প্রবল ঘুর্ণিঝড়ে মানুষের ঘরে বিদ্যুতের খূঁটিসহ বিশালকারের গাছগাছালিও ভেঙ্গে পড়ে।
মাছলী জিপি সহ এলাকার রাস্তাঘাট সম্পূর্ণ অবরোদ্ধ হয়ে পড়ে।
সেই সময় খবর পেয়ে তড়িৎ গতিতে সক্রিয় হয়ে মাঠে নামে বদরপুরের এসডিারএফ বাহিনী।
খুব তাড়াতাড়ি রাস্তাঘাট অবরোধ মুক্ত করে জন চলাচলের জন্য স্বাভাবিক করতে সক্ষম হয় তারা।
বিপদের দিনে তাদের এমন কর্মতৎপরতা এবং সক্রিয় ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়ে আজ বদরপুরে ফায়ার সার্ভিসের অফিসে এসে ভাঙ্গাবাসীর তরফে সমাজকর্মী মুন্নী এবং বিধূভূষন তাদের সংবর্ধনা জানান।
এদিন তারা অসম সরকারের ইমারজেন্সি সার্ভিসে কাজ করা বদরপুর শাখার ফায়ার সার্ভিসের কর্মকর্তাদেরও ভূয়োষী প্রসংশা করেন।