ধলাই, আসাম, ২০ জানুয়ারি : জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বলবৎ করার দাবিতে কাছাড়ে গণস্বাক্ষর অভিযান কর্মসূচী জোরদার করেছে জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন কাছাড় জেলা শাখা।
শুক্রবার শিলচর সমষ্টির মেহেরপুর অঞ্চলে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও যুব প্রজন্মের কিছু শুভ বুদ্ধিসম্পন্ন লোকদের সহযোগিতায় আয়োজিত গণস্বাক্ষর অভিযান কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এলাকার তিন শতাধিক সচেতন মানুষ।
সংগঠনের কর্মকর্তারা জনগণের বিপুল সমর্থনের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আশা ব্যক্ত করেন এই আইন কার্য্যকরের দাবিতে সমগ্র ভারত ব্যাপী যেভাবে প্রচুর জনসমর্থন মিলছে তাতে এই আইন বলবৎ হবে এনিয়ে তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দ্দেশ অনুযায়ী কাছাড় জেলাতে পাঁচ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ করার উদ্দেশ্যে সংগঠনের কর্মকর্তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন।
বিশেষ করে মহিলা কার্য্যকর্তারা যেভাবে আন্তরিকতার সহিত দিনরাত এক করে কাজ করছেন এতে এটা স্পষ্ট কাছাড় জেলাতে অন্তত টার্গেট পুরো হবে, দৃঢ়তার সঙ্গে জানান উপস্থিত বক্তারা।
জেলা সভাপতি সৌমিত্র কুমার দেবের নির্দ্দেশে ইতিমধ্যেই সংগঠনের কর্মকর্তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করার পাশাপাশি হাট বাজার, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ক্যাম্প আয়োজন করে ১৮ বছরের উর্ধের লোকদের কাছ থেকে নির্ধারিত ফর্মে স্বাক্ষর সংগ্রহ করছেন।
এদিনের গণস্বাক্ষর অভিযান কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি কমলেশ দাশ, সংগঠনের মহিলা শক্তির জেলা সভানেত্রী সুমনা দাস, সোনালি ভট্টাচার্য্য, সুনয়না পাল, মনিদীপা দেব, শিখা চক্রবর্তী, মনিকা গুপ্ত, যুবমোর্চা শিলচর ব্লক মণ্ডল সাধারণ সম্পাদক শিবা দেব, মেহেরপুর গাঁও পঞ্চায়েত সভানেত্রী মীলু রানী সুত্রধর প্রমুখ।