কলিয়াবরে ধানের বদলে উৎপাদন হল আগাছা, ক্ষতিপূরণ দাবী জানাল কৃষকরা

Spread the love

ওয়াহিদুর রহমান, গণআওয়াজ কলিয়াবর : কলিয়াবরে কৃষকদের মধ্যে সৃষ্টি হয়েছে হাহাকার পরিস্থিতি। ধানক্ষেতে ধান চাষ করার পরও নেই ধান, উৎপাদন হল শুধু আগাছা।

ফলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কলিয়াবরের হাতীবান্দায় কৃষকদের মধ্যে বিরাজ করছে অজানা এই হতাশা।

অধিক উৎপাদনের আশায় কৃষকরা বাজার থেকে কিনে এনেছিলেন পশ্চিমবঙ্গের রাম নগর বীজ খামারের ‘সোনালি ফাসল’ নামক উন্নত জাতের ধানের বীজ।

এই বীজ দিয়ে ধানের চারা করে রোপণ করেছিলেন, ধান জমকালোভাবে বেড়ে ওঠে এবং সুন্দর গুচ্ছ উৎপন্ন করে।

কিন্তু পরে ধানের বীজ পরিণত হয় শুধু আগাছায়।

হাড়ভাঙ্গা পরিশ্রম এবং টাকা খরচ করে বীজ কিনে এনে উৎপাদনের পর কৃষকরা এখন শুধুই পাচ্ছেন আগাছা।

এই অবস্থা দেখে কৃষকদের চোখ কপালে উঠেছে, দুশ্চিন্তায় পড়েছেন হাতীবান্দা এলাকার বেশ কিছু কৃষক।

এটা একটি উদাহরণ মাত্র, এভাবে আরও কত কৃষকের মাথায় হাত পড়েছে তা কে জানে? রাগে-ক্ষোভের মধ্যে ভুক্তভোগী কৃষকরা সুবিচার দাবি করছেন। তারা এই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আসাম সরকারের কৃষি বিভাগের কাছে ক্ষতিপূরণও দাবি করেছেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token