নিউজ ডেক্স গণআওয়াজ : ধলাই চান্নিঘাটে ড্রাগস পাচারকারী গ্যাং-এ পুলিশের হানা, চলল গুলি।
উদ্ধার করা হল প্রায় ৭৫০ গ্রাম হেরোইন। আটক করা হয় তমিজুর রহমান নামের এক পাচারকারীকে।
সূত্রের খবরে জানাগেছে, একটি চার চাকার গাড়ী এবং স্কুটি করে এসেছিল তিন ড্রাগস পাচারকারী।
ধলাই পুলিশ চ্যালেঞ্জ জানালে তারা পালানোর চেষ্টা করে।
সেই সময় চলে এই গুলি।
কিন্তু পুলিশ না ড্রাগস পাচারকারীরা এই গুলি চালিয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি।
তবে দুই পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে পুলিশ এক পাচারকারীকে আটক করে এবং তল্লাসি চালিয়ে ৫৫টি বাক্সে ৭৫০ গ্রাম হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে।
এই বৃহৎ পরিমাণের ড্রাগস মিজোরামে দিক থেকে এসেছে সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য যে, বরাক উপত্যকাকে করিডোর করে মিজোরাম এবং মণিপুর থেকে ড্রাগস পাচার অভিযান অব্যাহত রেখেছে পাচারকারীরা।
পুলিশ মাঝেমধ্যে ড্রাগস পাচারকারিদের পাকড়াও করলেও এই বানিজ্যের লাগাম টানতে পারছে না। তাই সর্বনাশা এই ড্রাগস পাচারকারীদের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।