নিউজ ডেক্স, গণআওয়াজ : ডলু’র জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর ফের সরব হল অসম মজুরী শ্রমিক ইউনিয়ন সহ ফোরাম ফর স্যোশাল হারমনি।
এদিন শিলচরে শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা এক সাংবাদিক সন্মেলন ডেকে সংগ্রামী শ্রমিকদের অবস্থানের সত্যের জয় হল বলে অভিমত ব্যক্ত করেন তারা।
পাশাপাশি বিজেপি সরকারের তথাকথিত উন্নয়নের নীতির ঘোর বিরোধীতা করেন তারা।
পাঁচগ্রামের কাগজ কলকেও বাঁচানো যেতো বলে দাবী তাদের।
তাছাড়াও অধিগৃহীত জমিতে পুনরায় চা-চাষ করার দাবি কংগ্রেসের উত্থাপিত দাবীর সাধুবাদ ও সহমত ব্যক্ত করেন তারা।
পাশাপাশি অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমনি বিস্তৃত স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য এক অগ্রিম কপি ই-মেইলে প্রেরণ করেছে এবং তার প্রতিলিপি কেন্দ্রীয় এভিয়্যাশন মন্ত্রীকে পাঠিয়েছে।
সেখানে ডলু কোম্পানির ব্যালেন্স শিটের তথ্য ব্যাখ্যা করে দেখানো হয়েছে যে, জমি অধিগ্রহণ ও চা-চাষের এলাকা ধ্বংস করার ফলে, শ্রমিক ছাঁটাই ও চা-বাগান শিল্প ধ্বংস হওয়া অবশ্যম্ভাবী পরিণতি হিসাবে হাজির হয়েছে।
সামাজিক ও পরিবেশ অডিট আগেই করে নিলে এটা নিঃসন্দেহে প্রমাণিত হতো যে, ডলু চা-বাগান ধ্বংস করে বিমানবন্দর নির্মাণ আসলে উন্নয়ন-বিরোধী পদক্ষেপ।