জুলি দাস
করিমগঞ্জ, ১১ মে : কুশিয়ারা নদী সাঁতর কেটে করিমগঞ্জে প্রবেশ করল এক বাংলাদেশি।
কিন্তু শেষ রক্ষা হল না, শুক্রবার রাতে বিএসএফ পাকড়াও করে ওই বাংলাদেশিকে।
ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ শাহাবুদ্দিন সাফরিয়া, বয়স আনুমানিক ৩৫ বছর।
চরবাজার এলাকায় থেকে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে পাকড়াও করেন।
এলাকাটি ঘুটঘুটে অন্ধকার ছিল, এক বাংলাদেশীকে ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ জড়ো হন।
জানা গেছে, ধৃত শাহাবুদ্দিন জরিবুটির কাজ করে।
শুক্রবার রাত বিএসএফ তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালায়।
আজ ওই বাংলাদেশীকে পুলিশের কাছে সমঝে দেয় বিএসেফ।
সন্দেহ করা হচ্ছে ওপারের কেউ তাকে অবৈধভাবে ভারতে আসতে সহযোগিতা করেছে।
এদিকে কুশিয়ারা নদী সাঁতরে এক বাংলাদেশী ব্যক্তি ভারতের করিমগঞ্জে আসায় ফের সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।