নিউজ ডেক্স, গণআওয়াজ : দশদিন পরও ঋণ দেওয়ার বা মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কোন অনুজ্ঞাপত্র দেখাতে পারেনি প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেড।
সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর গণআওয়াজ তাদের এই অবৈধ কর্মকাণ্ড প্রকাশ্যে নিয়ে আসে।
এরপর গণআওয়াজ-এর এই সাংবাদিকের (সম্পাদ) বিরুদ্ধে দশ হাজার টাকা ডিমান্ড করা সহ শিলতাহানীর অভিযোগ এনে হেয় করার চেষ্টা করা হয়।
এমনকি তাদের বৈধ অনুজ্ঞাপত্র থাকার দাবী করে দেখাতে সাংবাদিক সম্মেলন করে দশ দিনের সময় চেয়ে নেয়।
কিন্তু তাদের দেওয়া সময় পার হয়ে গেলেও আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বৈধ কোন অনুজ্ঞাপত্র দেখাতে পারেনি।
অথচ সাধারণ মানুষকে এখনও বিভিন্নভাবে প্রতারণা করেই যাচ্ছে।
এমন একটি প্রতারণার চাঞ্চল্যকর ভিডিও গণআওয়াজ-এর হাতে এসে পৌঁছেছে।
এই ভিডিওতে দাবী করা হয় তাদের সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে, কাছাড়ের পুলিশ সুপারকে দেখানোর পর তিনি নাকি তাদেরকে অফিস খুলার অনুমতি দিয়েছেন।
এই ভিডিও তারা সব দিকে ছড়িয়ে দিয়ে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের কাছে কি সত্যি সত্যিই ঋণ দেওয়ার এবং মানুষের কাছ থেকে এভাবে দুহাজার টাকা করে নেওয়ার সরকারী অনুজ্ঞাপত্র রয়েছে?
কাছাড়ের পুলিশ সুপার কি এগুলো দেখে ফের তাদের অফিস খোলার অনুমতি দিয়েছেন?
তবে কেন এরকম অভিযোগ উঠার পরও সাংবাদিক সম্মেলন করে এসব অনুজ্ঞাপত্র প্রকাশ্যে আনা হচ্ছে না?
তাহলে কি পুলিশ প্রশাসন মানুষের কাছ থেকে প্রতারণা করে নেওয়া এই কোটি কোটি টাকার দায়ভার নেবেন?
যদি এই ভাইরাল ভিডিও-র দাবী মিথ্যা হয় তবে কেন প্রতারকদের গ্রেফতার করা হচ্ছেনা? এমন নানান প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
এদিকে গণআওয়াজ-এর নিগৃহীত সাংবাদিক সুজিত কুমার চন্দ-র দেওয়া এজাহার আজও রেজিস্টার করা হয়নি।
পিআই কোর্টে গিয়ে খোঁজে তাঁর এজাহার রেজিস্টার করার কোন তথ্য পাননি।
এতে তাঁর সন্দেহ প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেড-এর এই প্রতারণার পেছনে পুলিশেরও হাত রয়েছে।
এরআগেও ভারত সকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি জালিয়াতি করে তাঁর কাছ থেকে প্রতারকরা পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
তিনি এক প্রতারককে ধরে পুলিশের কাছে দেওয়ার পরও সঠিক তদন্ত না করেই আদালতকে রিপোর্ট করা হয় তদন্তে কিছুই পাওয়া যায়নি। দুটি বিশয়েই পুলিশের বিরুদ্ধে কমপ্লেইন মামলা করবেন জানিয়েছেন সুজিত।