জেলাভিত্তিক সিইউইটি পরীক্ষা কেন্দ্র না করায় হাইলাকান্দিতে প্রাক্তন পড়ুয়ারাদের উত্তাল প্রতীবাদ!

Spread the love

রাজ্যের শিক্ষা মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান

মোস্তফা আহমদ মজুমদার, হাইলাকান্দি : আগামী ২৪ জুন কমন ইউনিভার্সিটি এন্টেন্স টেস্ট অর্থাৎ সিইউইটির মাতৃভাষা বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা রয়েছে।

কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই দুটি বিষয়ের পরীক্ষা কেন্দ্র বরাকে নেই।

বরাকের ছাত্র ছাত্রীদের এই দুটি বিষয়ের পরীক্ষার জন্য যেতে হবে গুয়াহাটি, আগরতলা, শিলং, ডিব্রুগর বা যোড়হাটের মত অন্যান্য দুরবর্তী স্থানে।

মোটা অংকের খরচ বহন প্রায় চার থেকে পাঁচশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে পরীক্ষায় বসতে হবে বরাকের ছাত্র ছাত্রীরা ।

কিন্তু এই খরচ বহন করার মতো সাধ্য অনেক পরিবারেরই নেই। এছাড়া ছাত্রছাত্রীদের এত দুতে ক্লান্ত হয়ে গিয়ে পরীক্ষা পরীক্ষা দিতে হবে।

এনিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অনেকে অভিভাবকরা।

উপত্যকার ছাত্র ছাত্রীদের এই দুর্দশা দেখে এবার প্রতিবাদে সরব হয়েছেন হাইলাকান্দি জেলার নতুন-পুরাতন ছাত্ররা।

মঙ্গলবার হাইলাকান্দি শ্রীকৃষাণ সারদা কলেজের গেটের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন জিএস ইসতাক আলম মজুমদার, করিমগঞ্জ ল-কলেজের প্রাক্তন ছাত্র এডভোকেট মজমুল ইসলাম লস্কর।

এছাড়াও এই প্রতিবাদে সামিল ছিলেন আসাম ইউনিভার্সিটির পড়ুয়া হাসান আহমদ লস্কর, মেহবুব হাসান বড়ভূইয়া, আব্দুল তৌহিদ খান, ফখরুল ইসলাম লস্কর ও মুর্শেদ মজুমদার প্রমুখরা।

এদিন তারা বরাকের ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে নানা স্লোগান সরকারী এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

ছাত্র ছাত্রীদের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে অনতিবিলম্বে জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্র দেওয়া হোক বলে দাবি জানান তারা। তারা এই প্রতিবাদী কর্মসূচির পর ২৪ মে-র বাংলা ও পরিবেশ বিজ্ঞান দুটি বিষয়ের পরীক্ষার কেন্দ্র জেলাভিত্তিক করার দাবি জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্রও প্রদান করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token