নিউজ ডেক্স, গণআওয়াজ : তাড়া করে শিলচর রামনগর আইএসবিটির সামনে এসে পাকড়াও করেন কুকুর পাচার চক্রকে।
বহিরাজ্য মিজোরামে পাচারের উদ্দেশ্যে As 10 E 2913 নম্বরের গাড়ী করে পাচারের সময় আশ্রয় নামের পশু সেবা সংস্থার কর্মীরা তাদের পিছু ধাওয়া করেন।
শেষ পর্যন্ত রামনগর আইএসবিটির সামনে এসে তিন পাচারকারীকে পাকড়াও করে তাদের কবল থেকে ১৪টি কুকুরকে উদ্ধার করেন।
ধৃত তিন পাচারকারী রেজুল হোসেন বরভুইয়া, আব্দুল ছালাম মজুমদার এবং আনোয়ার হোসেন বরভুইয়া।
তারা সবাই হাইলাকান্দি জেলার আলগাপুরের বাসিন্দা বলে জানাগেছে। পরে খবর পেয়ে পুলিশ এসে তিন পাচারকারীকে গ্রেফতার করে নিয়ে যায়।
কয়েকদিন আগে পাচারের সময় করিমগঞ্জেও তিনটি কুকুর উদ্ধার করেন পশু সেবা সংস্থার কর্মীরা। এদিকে আইএসবিটির এই ঘটনার পর পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।
অনেকেই প্রশ্ন তুলছেন, স্থানে স্থানে পুলিশ পোস্ট থাকার পরও এসব কার্যকলাপ দিনের পর দিন কিভাবে বেড়ে চলছে?
তাহলে কি এসব পাচারকারীদের পেছন পুলেশের হাত রয়েছে?
ধৃত এসব পাচারকারীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কি পুলিশ পুরো চক্রকে পাকড়াও করবে? না আরও দশটা ঘটনার মত এটাও সন্দের আবর্তে রাখা হবে?
বিভিন্ন মহলে এসব নানান প্রশ্ন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সময়ই সব প্রশ্নের সঠিক উত্তর দেবে এই আশায় পুরো ঘটনার দিকে চোখ নিবন্ধ করেছেন সচেতন মহল।