হাইলাকান্দি প্রতিনিধি : মনাছড়ায় শিক্ষকের কাছে সংগঠনের কর্মীর ধন দাবির অভিযোগ মিথ্যা ভিত্তিহীন, প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ হানিফ-জসীমের
হাইলাকান্দি মনাছড়ার একটি বেসরকারি স্কুলের শিক্ষকের কাছে অর্থ দাবীর অভিযোগ উঠল বীর লাচিত সেনার বিরুদ্ধে।
কর্তব্য গাফিলতির অভিযোগ এনে এক সরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় আধিকারিকের কাছে নালিশ জানানোর পর এই অভিযোগ খুবই তাৎপর্যপূর্ণ।
এনিয়ে বীর লাচিত সেনার মনাছড়া-নিশ্চিন্তপুর আঞ্চলিক কমিটির সভাপতি হানিফ উদ্দিন বড়ভূইয়া ও সম্পাদক জসীম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে লক্ষিনগর পুলিশ ফাঁড়িতে একটি মামলাও হয়েছে।
মনাছড়ার এই বেসরকারি স্কুলের শিক্ষক তথা ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম বড়ভূইয়া বীর লাচিত সেনার এই দুই কর্মীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ এনে মামলা করেছেন।
এদিকে লাচিত সেনার অভিযুক্তরা আজ সাংবাদিক সম্মেলন করে বলেন, মজু টিলা এম ই স্কুলের প্রধান শিক্ষক কবির আহমদ তালুকদার কর্তব্যে ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
তিনি নাকি এলাকার একটি বেসরকারী স্কুলে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন।
জনগণের কাছ থেকে এই অভিযোগ পেয়ে ২০ মে লাচিত সেনার পক্ষ থেকে তারা লালা শিক্ষা খন্ডের বিইইওর কাছে লিখিত অভিযোগে তদন্ত দাবী করেছিলেন।
এতেই এই বিপত্তি ঘটে বলে জানিয়েছেন লাচিত সেনার এই দুই কর্মকর্তা।
তাদের দাবী, ৫০ হাজার টাকা দাবির যে অভিযোগ তুলা হয়েছে তা ডাহা মিথ্যা।
একটি সাজানো নাটক বলে জানান লাচিত সেনার কর্মী হানিফ উদ্দিন বড়ভূইয়া ও জসীম উদ্দিন পাত্র ভূঁইয়া।