প্রতিশ্রুতি পালন সিংলাছড়ায়, স্বাস্থ্য কেন্দ্র নির্মানে ১ কোটি ৪৩ লক্ষ বরাদ্দ

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৭ নভেম্বর : রাতাবাড়ি বিধানসভার ২০১৯ সালের উপনির্বাচনে বিধায়ক বিজয় মালাকারের হয়ে প্রচারে এসে তৎকালীন স্ব‍াস্থ‍্যমন্ত্রী তথা বতর্মানে রাজ‍্যর মূখ্যমন্ত্রী ডo হিমন্ত বিশ্বশর্মা সিংলাছড়ার মাটে একটি হাইস্কুল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।

চা বাগানের অসহায় শ্রমিক পরিবারের পড়ূয়াদের শিক্ষা ও উন্নতমানের চিকিৎসার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন।

যেমন কথা তেমন কাজ, করিমগঞ্জ জেলায় দুইটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মঞ্জুর করা হলে, এর মধ্যে রাতাবাড়ি বিধানসভার সিংলাছড়ায় প্রথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মানের জন্য ১ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

জানাগেছে রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের তৎপরতায় এবছরের জানুয়ারি মাসে বিভাগের তরফ থেকে সরকারিভাবে স্বাস্থ্যকেন্দ্র নির্মানের জন্য আড়াই বিঘা জমি নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় জনসাধারণ বলেন, বিগত সরকারের আমলে সিংলাছড়ায় বসবাসকারীদের অবহেলিত রেখে পূর্বতন শুধু ভোটব‍্যাংক হিসাবে ব‍্যবহার করা হয়েছে।

তারা বতর্মান প্রত‍্যন্ত অঞ্চলের জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা প্রতিষ্টান স্থাপন, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র স্থাপনে গুরুত্ব দেওয়ায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ‍্যর মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্বশর্মার প্রশংসা করেন।

সিংলাছড়ায় স্বাস্থ্য কেন্দ্র নির্মানে ১ কোটি ৪৩ লক্ষ বরাদ্দ হওয়ায় স্থানীয় জনসাধারণ আজ কৃতজ্ঞতা সভা করেন।  এই সভায় উপস্থিত ছিলেন ইন্দিরা ক্লাবের সাধারণ সম্পাদক তথা সমাজসেবী বিশ্বজিৎ কৈরী, বাগান পঞ্চায়েত শ্যামধর ভর বিনোধ কুর্মী, অনিল কুমার বারই, বুথ সভাপতি মান্না সিং, মুন্নালাল স্বর্নকার, মিলন কুমার যাদব, প্রেমচান্দ কানু, বাবুলাল কাপ্সারা, চিনু সিং, মনোজ তাতী সহ ক্লাবের সদস্য  জিপি শক্তি কেন্দ্র প্রমূখ ও বুথের সভাপতি বিজেপির কর্মকর্তরা।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token