নিউজ ডেক্স : কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের উদ্দেশ্যে আজ শিলচর পেনশনারস ভবনে জার্নালিসট এসোসিয়েশন ফর আসাম (জাফা-র) এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কর্মরত সাংবাদিকদের উপর নির্যাতন বৃদ্ধি পাওয়া সহ কিছু কিছু ক্ষেত্রে পুলিশি ভুমিকার সমালোচনা করে ডিআইজি এবং জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামুল্যে স্বাস্থ্য শিবির সহ সাংবাদিকদের তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিতে তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিনের সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এনামুল কবির, ইউসুফ আলী বরভুইয়া, কুন্তল কুরি সহ অন্যান্যরা।
সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জাফার কাছাড় জেলা কনিটির সাধারণ সম্পাদক রাজু দাস। সভায় সভাপতিত্ব করেন সভাপতি সুজিত কুমার চন্দ।