হাইলাকান্দি ২৬ মে : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে হাইলাকান্দি জেলার ধস প্রবন টিলামাটি বেষ্টিত এলাকা গুলির প্রতি নজর রাখতে সতর্কতা জারি করা হয়েছে।
জেলা প্রশাসনের বিপর্যয় শাখা এক আবেদনে জেলার সার্কেল অফিসারদের তাদের নিজ নিজ এলাকার ধ্বসপ্রবন এলাকার জনসাধারনকে এ ব্যাপারে সচেতন করে তুলার পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ঝড়ো হাওয়া এবং অত্যধিক বৃষ্টিপাতের ফলে জীবন ও সম্পত্তির যাতে হানি না-হয়, সেজন্য জনসাধারণকে সতর্ক থাকতেও প্রশাসনের বিপর্যয় শাখা থেকে আবেদন জানিয়েছে।
উল্লেখ্য ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে সোমবার এবং মঙ্গলবার হাইলাকান্দি জেলার উপর দিয়ে ঝড়ো ঘূর্ণি হাওয়া ও অত্যধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অত্যধিক বৃষ্টিপাতের ফলে নদী গুলির জলস্ফীতি বিপদসীমার উপরে চলে গেলে জেলার আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ পরিচালিত ফেরি নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা চলাচলের উপর সতর্কতা জারি করা হয়েছে।