আব্দুর রহমান, নিলামবাজার : পাচারের পথে পাথারকান্দিতে জব্দ করা হল সেগুন কাঠ বোজাই লরি। লরিটি ত্রিপুরা থেকে সেগুনকাঠ নিয়ে পাথারকান্দিতে পৌছার পর আটক করা হয়।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে করিমগঞ্জ বন বিভাগের এসিএফ সামসউদ্দিন লস্করের নেতৃত্বে একটি দল লরিটি পাকড়াও করে।
বনবিভাগের সুত্রে জানাগেছে প্রায় আশি সিএফটি চেরা ফাইল জাতিয় সেগুন কাঠ ত্রিপুরা থেকে করিমগঞ্জে পাচারের মতলব করেছিল একটি পাচারচক্র।
বনবিভাগের কর্মীরা কাঁঠালতলির কুর্তাছড়া এলাকায় গাড়িটিকে আটক করতে সক্ষম হলেও রাতের অন্ধকারের সুযোগে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
জব্দকৃত কাঠের বাজার মুল্য লক্ষাধিক টাকা হবে।
এই ঘটনায় আটক গাড়ির সুত্র ধরে মালিকপক্ষের নামে বন আইনে মামলা করা হবে জানিয়েছেন এসিএফ।
উল্লেখ্য যে ত্রিপুরা থেকে কাঁঠালতলি হয়ে পাথারকান্দি সড়ক দিয়ে অবৈধ কাঠ পাচার নতুন নয়।
তবে এসিএফ সামসউদ্দিন লস্কর করিমগঞ্জ বনবিভাগের দায়িত্ব নেওয়ার পর কাঠের চোরা বানিজ্যে কিছুটা হলেও লাগাম টানা সম্ভব হয়েছে।