গুয়াহাটি, ৩০ অক্টোবর : উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন মাত্রা সংযোজন হল রবিবার।
কেন্দ্ৰীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা আজ ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অসম অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর এবং মেঘালয়কে অর্ন্তভুক্ত করে এলায়েন্স এয়ারের বিমান পরিবহন সেবার শুভারম্ভ করলেন।
এলায়েন্স এয়ারের এই নতুন বিমান পরিবহন সেবা লখিমপুর জেলার লীলাবাড়ি, অরুণাচল প্রদেশের জিরো, শিলং, ইম্ফল এবং মিজোরাম বিমানবন্দরের মধ্যে চলাচল করবে।
অনুষ্ঠানে ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বিমান পরিষেবা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বিমান পরিবহনের পরিসর বৃদ্ধি করবে।
আর নতুন এই বিমান পরিষেবা এঅঞ্চলের যোগাযোগ, পর্যটন ও বাণিজ্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগের জন্য গত আট বছরে উত্তরপূর্ব ভারতের যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।