নিউজ ডেক্স, গণআওয়াজ : ঘুর্ণীঝড় রেমালের এক রাতের বৃষ্টিতে বড়খলা বিধানসভার ছেছরি জিপির পুরন্দরপুর গ্রামের চারটি বসতবাড়ী তলিয়ে গেল জাটিঙ্গা নদীর গর্ভে।
অন্য আরও পাঁচটি পরিবার এই স্থান থেকে অন্যস্থানে সরীয়ে নেওয়া হয়েছে।
তাদেরও ঘরের অর্ধেক অংশ নদীর মধ্যে চলে গেছে।
যে চারটি পরিবারের ঘর জাটিঙ্গা নদীতে গহ্বরে চলে গেছে তাদেরকে একটি স্কুলে শরণার্থী হিসেবে পাঠানো হয়েছে।
গৃহ হারা পরিবারগুলোর মধ্যে রয়েছে লিলা বেগম লস্কর, তাজ উদ্দিন লস্কর, সাজু লস্করের পরিবার।
তাদের বসতঘর পুরোটাই জাটিঙ্গা নদীগর্ভে চলে গেছে।
অন্যদিকে পিন্টু চন্দ, কাঞ্চন চন্দ, প্রমোদ চন্দ, অনুকূল চন্দ ও রিংকু দাসের পরিবারগুলোও অন্যত্র আশ্রয় নিয়েছেন।
তাদের বসত ঘরের অধিকাংশ চলে গেছে জাটিঙ্গা নদীগর্ভে।
অসহায় এই পরিবারগুলো সরকারের কাছে সময় নষ্ট না করে তাদের মাথা রাখার মত ঘরের ব্যবস্থা করে দেওয়ার দাবী জানিয়েছেন।