বদরপুরে ঢিলেডালা নিরাপত্তা ব্যবস্থা! এনজেপি জংশনে গ্রেফতার ৭ রোহিঙ্গা
স্বপন পাল, দার্জিলিং শিলিগুড়ি : ফের শিশু সহ ৭ রোহিঙ্গাকে গ্রেফতার করলো এনজেপি জিআরপি।উত্তর-পূর্ব ভারতের মুখ্য দুয়ার এনজেপি স্টেশন হয়ে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এদেশের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে
যাতায়াত করে।তবে তাদের উদ্দেশ্য কি তা কিন্তু সঠিকভাবে আজও জানা যায়নি।কিন্তু মঙ্গলবার বিকেলে এমনই চারজন মহিলা, তিনজন পুরুষ ও একটি শিশুকে গ্রেফতার করে এনজেপি জিআরপি।ধৃতরা হলেন জুবেরা বেগম, রেহানা আখতার, আশিয়া বেগম, হাসিনা বেগম, নুর হাকিম, সাদ্দাম হোসেন ও আজিনুর।এরা সকলেই বাংলাদেশের কুটুকফলং রিফিউজি ক্যাম্পে থাকতো।জানা গেছে, বদরপুর জংশন থেকে উত্তরপূর্ব সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে ওঠে রোহিঙ্গার দল।উদ্দেশ্য ছিল দিল্লি হয়ে পাঞ্জাব যাওয়ার।তবে খবর পেয়ে এনজেপি জিআরপি ৩ নম্বর প্লাটফর্মে ট্রেনটিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতদের বুধবার
জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।