নিউজ ডেক্স, গণআওয়াজ : তারাপুর শিববাড়ীর নদী ভাঙন পরিদর্শন করলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকা।
বৃহস্পতিবার শিলচরে পৌঁছে বন্যার খোঁজখবর নেন মন্ত্রী হাজরিকা। পরে সাংবাদিকদের মন্ত্রী পীযূষ বলেন, এবার ভয়ের কোন কারণ নেই।
প্রশাসন যেকোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
যুদ্ধকালীন তৎপরতায় নদী ভাঙন রোধের কাজ সম্পন্ন করা হবে এবং আগামী বছরের মধ্যে বেতুকান্দি স্লুইচ গেটের কাজ সম্পন্ন হবে জানান পীযূষ।
করিমগঞ্জ ও হাইলাকান্দিতে যেসব বাঁধ ভেঙেছে তা আগামী কুড়ি দিনের মধ্যে সেখানে বাঁধ নির্মাণ করা হবে জানান তিনি।
পীযুষ বলেন, বরাকের প্রতি মুখ্যমন্ত্রী সহ তিনি, সংশ্লিষ্ট বিভাগ এবং বিধায়করা সচেতন রয়েছেন।
বিভাগীয় কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, যোগ্য কাজের জন্য বাঁধ মানুষকে রক্ষা করছে। বেতুকান্দির বাঁধের কাজ এখনও চলছে, আগামী বছর সম্পূর্ণ হবে জানান মন্ত্রী পীযুষ।