বারপেটা, ১০ নভেম্বর : স্কলারশিপ কেলেঙ্কারির অভিযোগে পুলিশ বরপেটা বনগাঁও কলেজের অধ্যক্ষ মানিক আলী সহ পাঁচজনকে গ্রেপ্তার করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে আসামের বারপেটা জেলার কয়েকটি কলেজের অধ্যক্ষ ও কর্মীরা এই বৃহৎ স্কলারশিপ কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছেন।
পুলিশ বারপেটা বনগাঁও কলেজের অধ্যক্ষ মানিক আলীকে গ্রেপ্তার করেছে।
এছাড়া বনগাঁও কলেজের জুনিয়র সহকারী আবুল বাশার এবং বানিয়ারা পাড়া কলেজের জুনিয়র সহকারী-সাজিদুল ইসলাম, খবিরউদ্দিন ও সেলিম মালিককেও আটক করা হয়েছে।
এর আগে ২ নভেম্বর, আসামের পুলিশ ঈশান উদয় স্কলারশিপের নামে টাকা পাচারের অভিযোগে জেহেরুল ইসলাম ও হাবিবুর রহমান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
সম্প্রতি আসামের বারপেটা ও বোঙ্গাইগাঁও জেলায় পুলিশ বহু কোটি টাকার কেলেঙ্কারির ঘটনা উদঘাটন করেছে।
উল্লেখ্য যে, আসামের বারপেটা এবং বোঙ্গাইগাঁও জেলার কয়েকটি কলেজে ঈশান উদয় স্কলারশিপের বৃত্তির কোটি কোটি টাকার কেলেঙ্কারি ঘটেছে। কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রদের জন্য ঈশান উদয় স্কলারশিপের প্রদান করছে।