গণআওয়াজ প্রতিনিধি : মন্ত্রিপরিষদের বৈঠকে ছাত্রীদের জন্য দুর্দান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সরকারের।
মুখ্যমন্ত্রী নিজুত ময়না প্রকল্পে দুই লক্ষ ছাত্রিকে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
এই প্রকল্পে একাদশ শ্রেণির মেয়ে শিক্ষার্থীরা প্রতি বছর দশ হাজার টাকা পাবে, স্নাতক অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীরা পাবে প্রতি বছর বারো হাজার পাঁচশত টাকা করে।
এছাড়া স্নাতকোত্তর পড়া মেয়ে শিক্ষার্থীরা বছরে পাবে পঁচিশ হাজার টাকা করে।
উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষা মন্ত্রী রনুজ পেগু এক্স-এ লিখেছেন এই পদক্ষেপ রাজ্যের মেয়ে ছাত্রীদের ব্যাপকভাবে ক্ষমতায়ন করবে।