মতিনগর চা বাগান নাচঘরে গ্রাহক সুরক্ষা সমিতির সচেতনতা সভা

Spread the love

শিলচর,২ নভেম্বর : বুধবার লক্ষীপুর নির্বাচন চক্রের মতিনগর চা বাগান নাচঘরে গ্রাহক সুরক্ষা সমিতির এক সচেতনতা সভা শ্যামলাল তাঁতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷

সভার শুরুতে শ্রমিক নেতা শ্যামলাল তাঁতি বিশ বছর ধরে গ্ৰাহক সুরক্ষা সমিতির গ্ৰাহক আন্দোলনের সাথে নিজেকে জড়িত রেখে গর্ব অনুভব করেন।

 তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষাই মানুষ জম্মের সার্থকতা। অতীতেও মতিনগর চা বাগানের শ্রমিকরা গ্ৰাহকরা আন্দোলনের সাথে যুক্ত ছিল আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷

মতিনগর অঞ্চলের শ্রমিকদের মধ্যে অনেকেই সরকারি খাতায় পত্রে প্রতিমাসে বৃদ্ধ ভাতা পেয়ে যাচ্ছেন কিন্তু বাস্তবে এদের ব্যাষ্ক অ্যাকাউন্টে কোন টাকা জমা পড়ছে না।

অরুনোদয় যোজনায়ও অনেকের ক্ষেত্রে তাই ঘটছে।

খাদ্য সুরক্ষার চাল প্রতিজন ডিলার প্রতিমাসে মাথা পিছু এককেজি করে কেটে নিচ্ছে, যে পরিবারের ৫ জন সদস্য রয়েছেন তাকে অন্যায়ভাবে প্রতিমাসে ৫কেজি চাল দিয়ে আসতে হচ্ছে ৷

কেন্দ্র বা রাজ্য সরকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন, কিন্তু পঞ্চায়েত পর্য্যায়ে যদি মধ্যভোগিদের চিহ্নিত করা না যায় তবে শ্রমিকদের আরো ভুগতে হবে।

ওপর বক্তা ভূষণ মির্ধা তার বক্তব্যে বলেন, এপিডিসিএল কর্তৃপক্ষ যেভাবে শ্রমিকদের হাতে বিদ্যুৎ বিল ধরিয়ে দিচ্ছেন তাতে একভয়ের পরিবেশ তৈরি হচ্ছে।

সভার মুখ্য বক্তা গ্রাহক সুরক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন,  গ্রাহকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই সমিতি কাজ করে যাচ্ছে এবং যাবে। সততা এবং আদর্শ ছাড়া কোন আন্দোলনেরই পূর্ণতা পায় না।

সংবিধান প্রতিজন ভারতীয নাগরিককে তাঁর অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার দিয়েছে, সরকারও দেশের নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে ৷

 কিন্তু এই দেশের ৬০ ভাগ লোক শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকায় নিজের অধিকার সমন্ধে বিশেষ কিছু জানেন না,  ফলে মধ্যভোগি দালালরা সব কিছু লুঠে পুঠে খাচ্ছে।

 তাই প্রতিটি পিছিয়ে পড়া অঞ্চলের জনসাধারণকে শিক্ষার উপর জোর দিতে বলেন তিনি। শিক্ষার মধ্যে দিয়ে নিজের অঞ্চলকে আলোকিত করতে হবে, তবেই এই সব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

বর্তমান রাজ্য সরকার প্রতিটি বাগান অঞ্চলে চা শ্রমিকদের ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জ্ন্য যে প্রচেষ্টা করছেন তাতে সবার সমর্থন করা উচিত।

শ্রমিকদের মদ বর্জন করতে হবে, এই নেশা শ্রমিকদের প্রকৃত অর্থে পঙ্গু করে রেখেছে। গ্রাহক সুরক্ষা সমিতি মতিনগর বাগান অঞ্চলের এইসব সমস্যা সমাধানকল্পে আপ্রান চেষ্টা করবে বলে তিনি সভায় জানান ৷

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token