হেরোইন ব্যবসায় কানিশাইলের নাম, মরকজ মসজিদ কমিটির উদ্বেগ, উৎখাতে পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি  

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ, ৬ মে : করিমগঞ্জ শহর সংলগ্ন পোয়ামারা এলাকা থেকে শুক্রবার সন্দেহজনক হেরোইন জব্দ এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গাড়িচালক সহ কানিশাইলের আব্দুল্লাহ চৌধুরী ওরফে বাবলুকে আটক করে পুলিশ।

কিন্তু এ ঘটনার সঙ্গে কানিশাইলের নাম জড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

এসব অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে সরব হয়ে উঠেছে স্থানীয় মসজিদ কমিটি।

কানিশাইল মরকজ মসজিদ কমিটির সভাপতি আব্দুল মালিক চৌধুরী গণ আওয়াজকে বলেছেন, কানিশাইল থেকে অবৈধ ড্রাগস ব্যবসা উৎখাতে পুলিশ প্রশাসনের সহযোগে পদক্ষেপ নেবে মসজিদ কমিটি।

এলাকায় আর কারা এই অবৈধ ব্যবসায় জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে যাবে মসজিদ কমিটি।

কানিশাইলের ঐতিহ্য বজায় রাখার জন্য আগামী কয়েকদিনের মধ্যে এলাকার বিশিষ্টদের নিয়ে এব্যাপারে এক সভায় বসে সিদ্ধান্ত নেবে মসজিদ কমিটি।

অবৈধ ড্রাগসের বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করবে বলে জানান মরকজ মসজিদ কমিটির সভাপতি। উল্লেখ্য, বছরখানেক আগেও এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তখন এলাকায় ড্রাগসের রমরমা কিছুটা কমেছিল। কিন্তু বর্তমানে ফের অবৈধ ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠেছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token