উধারবন্দ প্রতিনিধি : ইএনডির বাঁধের উপর দিয়ে নদীর জল ডুকে প্রায় দুইশতাধিক পরিবারকে নাজেহাল করে তুলেছে।
এদিকে ময়নারবন্দ এলপি স্কুল নদী ভাঙ্গনে কখন যে তলিয়ে যায় এই আশংকা করছেন স্থানীয়রা।
উদারবন্দ বিধানসভার গোসাইপুরের ময়নারবন্দ ইএন্ডডি বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয় মধুরা নদীর এই জল। এতে চরম বিপদে দিন কাটাতে হচ্ছে এই এলাকার প্রায় দুইশতাধিক পরিবারকে।
গ্রামবাসীরা অভিযোগ করেন, ২০২২ সালের বন্যার পরে এই বাদের মেরামতির জন্য প্রায় ৮ লক্ষ টাকা বরাদ্ধ হয়।
কিন্তু মাত্র কয়েক গাড়ি মাটি ফেলার পর আর কোন কাজ হয়নি। কি কারনে কাজটা অসম্পূর্ণ রয়েছে তা কেউ জানেন না।
তবে কেন এই কাজটি সম্পূর্ণ হলনা, কাকে কাজের বরাত দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয়রা জানান, বাঁধের উচ্চতা কিছুটা বাড়িয়ে দিলে এলাকার প্রায় দুইশতাধিক পরিবার বন্যার কবল থেকে রক্ষা পাবে।
উল্লেখ্য যে, বিভাগীয় উদাসিনতা এবং দুর্নীতির জন্য নদী ভাঙ্গনে গ্রামের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ময়নারবন্দ এলপি স্কুল যে কোন সময় তলিয়ে যেতে পারে।
অন্যদিকে ভারত সরকারের জল জীবন মিশন প্রকল্পের কাজেও অনিয়মের অভিযোগ এনে প্রতীবাদ জানান তারা। নল থাকলেও জল আসে না বলে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথম প্রথম দুই চার দিন জল আসার পর আর জলের দেখা পাওয়া যায়নি। শুধু নল আছে।