করিমগঞ্জ, ৪ নভেম্বর : লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জের উদ্যোগে ও জেলা অন্ধত্ব নিবারণ সংস্থার সহায়তায় করিমগঞ্জে শুক্রবার এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে লায়ন্স ক্লাব অফ শিলচর চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ১২০ জন রোগীকে চক্ষু পরীক্ষা করা হয় এবং তার মধ্যে ২০জন রোগীকে ছানি অস্ত্রপচার জন্য বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়।
বাকিদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। শনাক্তকৃত রোগীদের এদিনই শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয় এবং তাদের চক্ষু ছানি অস্ত্রপচার করে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়।
অবশিষ্ট ১০জনকে অন্য তারিখে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে চক্ষু ছানি অস্ত্রপ্রচার ও কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হবে। রোগীর চক্ষু পরীক্ষা, শিলচর যাওয়া-আসা, থাকা-খাওয়া, অস্ত্রপ্রচার, লেন্স প্রতিস্থাপন ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।