শালচাপড়া, ১১ অক্টোবর : আজ কাছাড় জেলার শালচাপড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আর্যভট্ট সান্স সেন্টার এবং নন্দী ইয়ং ক্লাবের ব্যবস্থাপনায় কুচিধরা বা ছেলেধরার গুজব নিয়ে সচেতনতা-মূলক সভা অনুষ্ঠিত হয়।
এই সচেতনতা-মূলক কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন যে বিগত কিছুদিন ধরে কুচিধরা বা ছেলেধরার নামে গুজব ছড়িয়ে নিরীয় অসহায় যেমন ফেরিওয়ালা, ভিক্ষুক আদি ব্যক্তির উপর অনেক সময় সন্দেহ করে মারধর কিংবা হেনস্তা করেন।
তাই এইসব ব্যক্তিদেরকে অত্যাচার, মারধর কিংবা হেনস্তা না করে এদের পরিচয় নিয়ে সন্দেহ হলে আইনের হাতে তুলে দেওয়ার জন্য জনগণকে অনুরধ করেন।
এদিন এই সচেতনতা-মূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন আর্যভট্ট সাইন্স সেন্টারের ডিস্ট্রিক্ট কর্ডিনেটার মেঘনাথ সিনহা, নন্দী ইয়ং ক্লাবের প্রেসিডেন্ট প্রশান্ত সিনহা, শালচাপড়া পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জ রহিম বরি, শালচাপড়া জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান বড়ভূঁইয়া।
এছাড়াও শালচাপড়া বি.ডি.পির সেক্রেটারি অসীম কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী আদিত্যগিরী বড় পাত্র সিনহা, শংকর শীল, মানিক রায়, জগদীশ সিনহা, ইন্দ্র সিনহা, বিধান দাস, মিনাল রায়, নিতিশ রঞ্জন দাস, লেদু মিয়া প্রমূখ।