ধর্মনগর প্রতিনিধি : ধর্মনগর সার্কিট হাউসে দুদিনের মহিলা কমিশনের কাউন্সিলিং চলছে। কাউন্সিলিং শুরু হয়েছে শুক্রবার, চলবে আজও।
কাউন্সেলিংয়ে উপস্থিত হয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মা, রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মধুমিতা চৌধুরী।
এছাড়াও রয়েছেন মহিলা কমিশন বোর্ডের সদস্য রত্না দেবনাথ কর, নমিতা দেববর্মা এবং অনিতা দাস সহ বিভিন্ন পর্যায়ের আধিকারিকরা।
এদিনসকাল ১১টা থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য সাড়ে ১১ টায়শুরু হয়েছে, চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
আজও চলবেকাউন্সেলিং, মানুষ দলে দলে এই কাউন্সিলিংয়ে আসছেন।
রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মাজানিয়েছেন,ত্রিপুরা রাজ্যের আনাচে-কানাচে মহিলাদের অনেক সমস্যা রয়েছে এগুলি নিরসনে মহিলা কমিশন এগিয়ে এসেছে।
আগরতলায় রাজ্যমহিলা কমিশনের একটি অফিস রয়েছেএই অফিসের মাধ্যমে সারা রাজ্যের কাউন্সিলিং করা সম্ভব নয়।
তাই জেলায় জেলায় গিয়ে কাউন্সিলিং করছে মহিলা কমিশন।দক্ষিণ জেলাতেও অনুরূপ কাউন্সিলিং করেছে মহিলা কমিশন।
চেয়ারপারসন ঝরনা জানিয়েছেন,তিনি মহিলা কমিশনের দায়িত্বভার গ্রহণ করার পর দেখতে পেয়েছেন রাজ্যে অনেক মহিলা রয়েছে যাদের সমস্যা সমাধানের জন্য মহিলা কমিশনের একান্ত দরকার।
এই ভাবনা থেকে মানুষের বিশেষ করে মহিলাদের সমস্যা নিরসনে এই ভাবে রাজ্যের আনাচে-কানাচে কাউন্সেলিং চলছে।
আগামীকাল উত্তর জেলার পানিসাগর মহকুমায় একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন হওয়ার সুবাদে তিনি সেখানে যোগদান করবেন।
এইঅনুষ্ঠানে চার থেকে পাঁচ শতাধিক মহিলা এবং ছাত্রীরা উপস্থিত থাকবেন। তিনি বলেন, রাজ্যেমহিলা সংক্রান্ত সমস্যাযেভাবে বৃদ্ধি পাচ্ছে কাউন্সিলিংই পারে তাদের সমস্যা সমাধান করতে। তিনি আরও জানান,নেশা বিরোধী অভিযানে মহিলাদের যোগদান বিশেষ অগ্রাধিকার হিসেবে গণ্য করা হয়েছে, পানি সাগরের অনুষ্ঠানে নেশাবিরোধী অভিযান নিয়েওআলোচনা করা হবে।