রত্নদীপ চক্রবর্ত্তী, গণআওয়াজ ধর্মনগর : ধর্মনগর কংগ্রেসের সংহতি পদযাত্রা থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহার পদত্যাগের দাবী উঠল।
অবিলম্বে তিনি পদত্যাগ না করলে আগামী দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুমকিও দেওয়া হয়।
উল্লেখ্য, ৩১ অক্টোবর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবস।
এই প্রয়াণ দিবসকে কেন্দ্র করে ৩১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস।
তার অঙ্গ হিসাবে ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রার আয়োজন করা হয়। কংগ্রেস ভবন থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি নিরুপম দে, কংগ্রেসের পিসিসি সদস্য কেবল কান্তি নন্দী, জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
পদযাত্রা শেষে প্রদেশ যুব কংগ্রেস সহ সভাপতি নিরুপম দে কদমতলার জাতি দাঙ্গা নিন্দা জানান।
নিরূপণ বলেন, এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পুলিশ প্রশাসনকে সঠিক ভূমিকা নেওয়ার নির্দেশ দিতেন তাহলে এই ঘটনা এত বড় রূপে পরিণত হত না।
তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার পদত্যাগ দাবি করেন তিনি। পদযাত্রা থেকে স্লোগান উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করেন তাহলে কংগ্রেস কর্মীরা সারা রাজ্যে বৃহত্তর আন্দোলনে নামবে।