অয়াহিদুর রহমান, কলিয়াবর : প্রবল বর্ষণের সময়ও কলিয়াবর-কাজিরাঙা সংযোগী জাতীয় উদ্যানের বন্যপ্রাণীর সুরক্ষা দিচ্ছেন মহিলা বনকর্মীরা।
তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টি হলেও আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব, বন্যপ্রাণীর রক্ষার জন্য কাজ করতে আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি।
চোরা শিকারিদের হাত থেকে বন্যপ্রাণী রক্ষা করতে আমরা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে যোগ দিয়েছি।
রোদ, বৃষ্টিকে উপেক্ষা করে কাজিরাঙার বন্য জিব-জন্তুর সুরক্ষার কাজে ব্যস্ত মহিলা বনকর্মীরা।
চোরা শিকারিদের হাত থেকে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বন্য জীব-জন্তুকে সুরক্ষা দিতে এসব মহিলা বনকৰ্মী ভিতরে-বাহিরে ঘুরে বেড়াচ্ছেন।
উল্লেখ্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ৩৫ জন মহিলা বনকর্মী কাজে নিয়োজিত রয়েছেন।
উদ্যানের বুড়াপাহাড় বনাঞ্চলে রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে মহিলা বনকর্মীরা জীব-জন্তুর সুরক্ষায় কাজ করে যাচ্ছেন।