তাপস নাথ : পঞ্চম দিনেও অপরিবর্তিত রয়েছে মেঘালয়ের রাস্তা। ধারা বর্ষণে ফের শিলচর-গৌহাটি ৬নং জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে।
মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পার্বত্য জেলার রাতাছড়া থেকে সোনাপুর পর্যন্ত প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার জুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।
আটকা পড়ে আছে শত শত যানবাহন৷ লুমশনং এলাকায় পাহাড় থেকে প্রবল স্রোত রাস্তার উপর দিয়ে বয়ে চলায় বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাস্তাটি।
যার ফলে এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পণ্যবাহী ট্রাকের চালক-সহ চালকদের দিনরাত রাস্তার মধ্যেই কাটাতে হচ্ছে।
যাত্রীবাহী ছোট ছোট যানগুলো রিক্স নিয়ে চলাচল করলেও পণ্যবাহী বাহন পুরোপুরি বন্ধ রয়েছে।
ফলে বারাক উপত্যকা সহ উত্তরপূর্বাঞ্চলের আরও দুটি রাজ্য ত্রিপুরা এবং মিজোরাম সড়ক পথে দেশের অন্যান্য অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
একই অবস্থা রেল পথেও, ভারী বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল।