করিমগঞ্জ, ১১ অক্টোবর : এযাবৎ কালের সর্ববৃহৎ সফলতা। ৪০ কোটি টাকার ড্ৰাগস জব্দ হল করিমগঞ্জে। মুখ্যমন্ত্ৰী নিজেই টুইট করে জানিয়েছেন অসম পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানের এই সাফল্যের কথা।
গতরাতে করিমগঞ্জ শহরের প্রবেশ পথে এক অভিযান চালিয়ে এই বৃহৎ সফলতা পায় অসম পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনী।

মুখ্যমন্ত্ৰীর দেওয়া তথ্য অনুযায়ী জব্দকৃত ড্ৰাগসের ওজন ৯.৪৬ কেজি, যার সবটাই হেরোইন। ৭৬৪ টি বক্সে করে নিয়ে যাচ্ছিল পাচারকারী। অনুমান করা হচ্ছে জব্দ কৃত ড্রাগসের দাম হবে ৪০ কোটি টাকা।
একটি মালবাহী ট্রাকের কেবিনের উপরের গোপন খুপরি বানিয়ে তাতে রাখা ছিল ড্রাগসভর্তি কৌটাগুলো। এ ঘটনায় কানাইবাজারের বাসিন্দা মুহিব উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।