নিখোঁজ শ্রমিকের তিন মাসেও সন্ধান বের করতে ব্যর্থ হাইলাকান্দি পুলিশ! শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

Spread the love

মোস্তফা আহমদ মজুমদার : তিন মাস পরও হাইলাকান্দির নিখোঁজ শ্রমিকের সন্ধান পুলিশ বের করতে না পারায় শুক্রবার জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল মজুরি শ্রমিক ইউনিয়ন।

নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংস্থার কর্মকর্তারা।  

উল্লেখ্য যে, দীর্ঘ তিন মাস আগে ৬-৩-২০২৪ তারিখে হাইলাকান্দি শহরের কর্মস্থল মাড়োয়ারি পট্টির ব্যবসায়ী বাবু লালের দোকান থেকে নিখোঁজ হন নিজাম উদ্দিন লস্কর।

শ্রমিক নিজাম উদ্দিন লস্করের বাড়ী হাইলাকান্দি জেলার ইটরকান্দি প্রথম খন্ড গ্ৰামে।

অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে নিখোঁজ শ্রমিকের পরিবার থেকে হাইলাকান্দি সদর থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়।

কিন্তু আজ পর্যন্ত হাইলাকান্দি পুলিশ নিখোঁজ শ্রমিক নিজাম উদ্দিনের কোন সন্ধান বের করতে পারেনি।

বিক্ষোভ প্রদর্শনের পর শ্রমিকরা জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দিয়ে উপযুক্ত তদন্তের দাবি জানান।

স্মারকপত্রে স্বাক্ষর করেন মজুরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ খান, হাইলাকান্দি জেলা সমিতির সম্পাদক খলিল আহমদ মজুমদার, সভাপতি অনন্ত দাশ সহ অন্যান্যরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token