উধারবন্দ প্রতিনিধি : মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্বশর্মার পূর্তদপ্তরে কী চলছে? এই প্রশ্ন উধারবন্দ বিধানসভার দয়াপুর কলোনির জনগণের।
কারন, রাস্তার সংস্কার কাজে পূর্ত দপ্তরের গাফিলতির চরম মুল্য তাদেরকে দিতে হচ্ছে। জমা জলে নাজেহাল করে তুলেছে কলোনিবাসীর জনজীবন।
উল্লেখ্য যে, প্রায় তিন মাস আগে বরাদ্দ অর্থে দয়াপুর কলোনির রাস্তা মেরামতের কাজ শুরু করে উধারবন্দ পূর্ত দপ্তর।
কলোনির জল নিষ্কাশনে শ্যামলাল শুক্লবৈদ্যের বাড়ির সামনে থাকা কালভার্টটি কাজ করার সময় ঠিকাদার মাটি ফেলে এই বন্ধ করে দেন।
এদিকে ধারা বৃষ্টি হলেও কালভার্টটি উন্মুক্ত না করায় শ্যামল শুক্লবৈদ্যের বাড়ী সহ আরও বেশ কয়েকটি বাড়ী জমা জলে প্লাবিত হয়ে পড়ে।
এনিয়ে স্থানীয়রা পূর্ত বিভাগের উধারবন্দ সংমণ্ডলের আধিকারিক সহ বরাতপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করলেও কোন গুতত্ব দেওয়া হয়নি।
শেষ পর্যন্ত ভোক্তভোগিরাই মাটি কেটে জমাজল বের হওয়ার রাস্তা করে দেন।
পরে সীমা চন্দ, সন্দীপ শুক্লবৈদ্য, সেফালি চন্দ, উমা রাণী রায়, সেফালি শুক্লবৈদ্য সহ অন্যান্যরা বিভাগীয় কৰ্তৃপক্ষ এবং বিধায়কের কাছে এই নিৰ্যাতন থেকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান।