রূপক নাথ, মোহনপুর ৩০ অক্টোবর : প্রতি বৎসরের ন্যায় এবারও ১৬ প্রহর মহানামযজ্ঞ শ্রীশ্রী ভূবনেশ্বর সাধুবাবার জন্ম তিথি ও ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষে ১৫৩ তম জন্মভূমি ভূবনেশ্বরনগর গ্রামের ভজন কুটিরে সম্পন্ন হয়েছে।
গত ২৬ অক্টোবর শুভ অধিবাসের মাধ্যমে শুভারম্ব হয় এবং ২৯ অক্টোবর শনিবার মোহন্তবিদায় সম্পন্ন হয়েছে।
হরিনাম শ্রবন করতে অনেক দূর-দূরান্ত থেকে তরনী মোহন সিংহের ভজন কুটিরে ভক্তদের সমাগম দেখা গেছে।
তরনী মোহন সিংহ বিগত দিনে একজন লরি চালক থেকে কোন কারন বসত ধর্মের নামে ব্যস্ত হয়ে উঠেছেন।
তিনি প্রতিদিন ভোরে গায়ে রামাবলী জড়িয়ে হরিনাম সংকীর্তন করে নগর পরিক্রমা করেন।
তরনী মোহন সিংহের বয়স আনুমানিক ৫০ বছর, সাংসারিক জীবন ত্যাগ করে হরিনাম সংকীর্তনের পথ বেছে নিয়েছেন।
ভজন কুটিরে হরিনাম সংকীর্তনের সময় তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার ভজন কুটিরে এসে হরিনাম সংকীর্তন শ্রবন করছেন তাই অনেক আনন্দিত হয়েছি।
তরনী মোহন আরও বলেন, এ জগতে মানব জীবনে অনেক টাকা কড়ি থাকলেও পাপ মুছে যাবে না, যদি হরিনাম শ্রবন না করেন তবে কড়ি থাকলে ও কোন লাভ হবে না। ১৬ প্রহর নামযজ্ঞ পরিবেশনায় কীর্তনিয়া সম্প্রদায়রা ছিলেন গোপাল গোবিন্দ সম্প্রদায় (শিলচর, লক্ষীপুর), কালীভৈরব সম্প্রদায় (কাঠিগড়া), বীনাপানি সম্প্রদায় (কাঠিগড়া), মা-যশোদা সম্প্রদায় (ফুলবাড়ী) ও গৌরভক্ত সম্প্রদায় (বরাকভ্যালি)।