মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : ডিজিটাল যোগেও মার্গেরিটার বিভিন্ন গ্রাম সেই মান্দাতা আমলে রয়েছে। আজও গ্রামগুলো নানান সমস্যায় জর্জরিত।
মার্গেরিটা বিধানসভায় এমন একটি গ্রাম হচ্ছে কুমচাই গাঁও পঞ্চায়েতের অন্তর্গত লিডু অমৃত গাঁও। বহু বছরের পুরনো ভোগান্তির সেই জরাজীর্ণ যাতায়াত ব্যবস্থাই গ্রামবাসীদের চলাচলের একমাত্র উপায়।
কুমচাই পঞ্চায়েতের অন্তর্গত এ গ্রামের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বন্যা। প্রতি বছরই নদীর ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা জমি, বাঁশ ও নারিকেল গাছের মত বাড়ির মূল্যবান গাছ গাছালী।
ইতিমধ্যেই গ্রামের বিস্তৃত এলাকা বুধদিহিং নদীতে তলিয়ে যাওয়ায় অনেক পরিবার ভিটে হারা হয়ে গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
সরকার আসে আর যায়, কিন্তু নির্বাচনের সময় ছাড়া গ্রামবাসীদের কথা কারো মনে পড়েনা।
বার বার আবেদন নিবেদন করেও কোন সুফল পাননি এলাকার মানুষ। দু’শটি পরিবার বসবাস করা এই গ্রামে এখনও অনেক সরকারি প্রকল্প পৌঁছেনি।
উন্নয়নের ক্ষেত্রে আজও পিছিয়ে থাকা গ্রামের দুর্দশার দিকে খেয়াল রাখার সময় নেই সরকারি কর্মকর্তাদের।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্যার সমাধান না হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাউকেই গ্রামে ঢুকতে দেওয়া হবে না সাফ জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা।
উল্লেখ্য যে গ্রামে বসবাসকারীদের বেশিরভাই আদিবাসী। তাই বসবাসকারীরা মনে করছেন আদিবাসী গ্রাম হওয়ায়ই তাদের প্রতি একমাত্র ভোটের সময় ছাড়া সরকারের দৃষ্টি পড়ছে না।